Friday, May 9, 2014

স্পর্শ




শিরোনামঃ স্পর্শ
কথাঃ সানি
ব্যান্ডঃ অশ্রুত
অ্যালবামঃ The Last Era
——————————

ঘন কুয়াশার গাঢ় ভীরে
শীত কননে ভেসে আসে
তোমার আঁকা স্বপ্ন ছবি
বাঁধি আমি স্বপ্নডোরে()

ঘন কুয়াশার গাঢ় ভীরে
শীত কননে ভেসে আসে
তোমার আঁকা স্বপ্ন ছবি
বাঁধি আমি স্বপ্নডোরে()

তারার মেলার অঢেল ভীরে
খুজছি তোমায় নিয়ন দিয়ে
তোমার বলা মিষ্টি বুলি
শুনছি আমি অবাক হয়ে
আঁধার আলোর খেলা ঘরে
বসে আছি অলস দেহে
অলীক প্রেমের মাতম তুলে
ভাবি তোমায় একা বসে

লিখছি আজ প্রথম চিঠি
বৃষ্টি বিন্দুর কালি মেখে
দেখছি আজ নতুন ধরা
তোমার দুচোখ দিয়ে
হৃদয়ে আঁকড়ে ধরি তোমায়
চেতনার আপন স্বাধে
ভালোবাসি শুধু তোমায়
জীবন ধরে

তারার মেলার অঢেল ভীরে
হুম
তোমার বলা মিষ্টি বুলি
হেএ
তারার মেলার অঢেল ভীরে
খুজছি তোমায় নিয়ন দিয়ে
তোমার বলা মিষ্টি বুলি
শুনছি আমি অবাক হয়ে
আঁধার আলোর খেলা ঘরে
বসে আছি অলস দেহে
অলীক প্রেমের মাতম তুলে

No comments:

Post a Comment